দর্শনা অফিস: দর্শনা আইসি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবাসহ ছয়ঘরিয়ার বজুলকে গ্রেফতার করেছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে দর্শনা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালান দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামে। এসময় ওই গ্রামের উসমান গণি ম-লের ছেলে বজলুর রহমানকে গ্রেফতার করে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, গ্রেফতারকৃত বজলুর দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১০ পিস ইয়াবা। এ ঘটনায় শেখ মাহবুবুর রহমান বাদী হয়ে গতকালই গ্রেফতারকৃত বজলুর বিরুদ্ধে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেছেন।