স্টাফ রিপোর্টার: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন, নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ সেøাগানে চুয়াডাঙ্গায় জাতীয় স্যানিটেশন মাস-২০১৯ উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১০টায় চুয়াডাঙ্গা পৌরসভার উদ্যোগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহর প্রদিক্ষণ করে পৌরসভা চত্বরে এসে শেষ হয়। সহযোগিতা করে তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ (সেক্টর) প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর।
শোভাযাত্রায় চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সি মো. রেজাউল করিম খোকন ও শেফালী খাতুন, কাউন্সিলর শাহিনা আকতার রুবি, সুলতানা আরা রতœা, নাজরিন পারভীন মলি, আবুল হোসেন ও সিরাজুল ইসলাম মনি, পৌরসভার সচিব কাজী শরিফুল ইসলাম, প্রধান সহকারী আশাবুল হক বিশ্বাস, হিসাব রক্ষক আবু বকর বিশ্বাস ও টিকাদান সুপারভাইজার আলী হোসেনসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।
এসময় প্যানেল মেয়র মুন্সি মো. রেজাউল করিম খোকন, নারী শিশু স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর সুলতানা আরা রতœা ও কাউন্সিলর সিরাজুল ইসলাম মনি বক্তব্য রাখেন।