স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা সদরের দুটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য দেয়া মিড ডে মিল কার্যক্রম পরিদর্শন করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। চুয়াডাঙ্গা সদরের দৌলাতদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শিশু কল্যাণ বিদ্যালয়ের শিক্ষকদের আমন্ত্রণে গতকাল বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় দুটি পরিদর্শন করেন তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সিআইপি দিলীপ কুমার আগরওয়ালা। এসময় দুটি বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার খোঁজ খবর নেন এবং মনযোগের সহিত লেখাপড়া করার জন্য বলেন। পরে তিনি নিজ হাতে শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল বিতরণ করেন এবং নিজেও তাদের সাথে দুপুরের খাবার খান।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, বাংলাদেশ জুয়েলার্স সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান ও জেলা ছাত্রলীগের সেক্রেটারি মো. জাবিদসহ অন্যান্য নেতৃবৃন্দ। মিড ডে মিল প্রদান অনুষ্ঠানে দৌলাতদিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল কবীর লাভলু এবং শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা খাতুন বলেন, তারাদেবী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দিলীপ কুমার আগরওয়ালা ২০১৬ সাল থেকে দুটি বিদ্যালয়ের প্রায় সাড়ে ৬শ’ শিক্ষার্থীদের মাঝে মিড ডে মিল প্রদান করে আসছেন। যার ফলে বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের উপস্থিতিটা ভালো থাকে এবং শিক্ষার্থী ঝরে পড়ার হার অনেকাংশে কমে গেছে।