চুয়াডাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট আন্তঃক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার দুপুর ১২টায় চুয়াডাঙ্গা পৌর মিলনায়তনকক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। সহকারী উপজেলা শিক্ষা অফিসার ফিরোজুল ইসলামের সভপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পৌর কাউন্সিলর সংরক্ষিত শাহিনা আক্তার, সুলতানা আরা বেগম, শেফালী খাতুন, পৌর কাউন্সিলর জাহাঙ্গীর আলাম, মুন্সি রেজাউল করিম খোকন, জাহাঙ্গীর আলম মালিক, রাসেদুল হাসান মানু, আবুল হোসেন ও সিরাজুল ইসলাম মনি।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার সকল বিষয়ে গুরুত্ব দেয়ায় দেশ এগিয়ে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে তৃর্ণমূলে শিশুদের খেলাধুলার সুযোগ সৃষ্টি করেছে। এতে করে সমাজে শৃঙ্খলা ও নৈতিকতার পরিবর্তন হচ্ছে। অলসতা মানুষকে নেশায় আসক্ত করে। লেখাপড়া আর খেলাধুলার মধ্যে থাকলে নেশা তাকে স্পর্শ করতে পারে না। পরে তিনি বিজয়ী ১৫৩ জন শিক্ষার্থীর মধ্যে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম।