ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা কার্পাসডাঙ্গার লিয়াকত আলীকে গাঁজাসহ আটক করেছে পুলিশ। কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে গ্রেফতার করে। লিয়াকত আলী (৬০) কার্পাসডাঙ্গা পূর্বপাড়ার মফিজুদ্দিনের ছেলে।
কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সাইফুল ইসলাম জানান, প্রতিদিনের ন্যায় গতকাল সন্ধ্যা ৭টার দিকে অভিযানে বের হন। এসময় গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি মাদকব্যবসায়ী লিয়াকত আলী নিজ বাড়িতে গাঁজা বিক্রি করছে। এ সংবাদ পেয়ে আমরা সঙ্গীয় সদস্য নিয়ে কার্পাসডাঙ্গা পূর্বপাড়ায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে ৯ পুরিয়া গাঁজা ও গাঁজা বিক্রি করা সাড়ে ৪শ’ টাকাসহ তাকে আটক করা হয়। এবিষয়ে এসআই সাইফুল ইসলাম বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেন।