শিক্ষার্থীদের ডিম খাওয়ালেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: বিশ্ব ডিম দিবস উপলক্ষে চুয়াডাঙ্গায় স্কুলের শিক্ষার্থীদের ডিম খাওয়ানো হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা সদর উপজেলার পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়। চুয়াডাঙ্গা প্রাণিসম্পদ বিভাগ ও বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্টার কাউন্সিল কর্তৃক আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। এ সময় তিনি বলেন, শিশুদের মেধার বিকাশ ঘটাতে প্রতিদিন একটি করে ডিম খেতে হবে। তোমরা যেমন একটি স্মার্ট স্কুলের শিক্ষার্থী তেমনই তোমাদেরও স্মার্ট হতে হবে। এসময় তিনি স্কুলের শিক্ষার্থীদের ডিম খাওয়ানোর মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন। জেলা মৎস কর্মকর্তা ড. মাহাবুবুর রহমান তালুকদার, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এএইসএম শামিমুজ্জামান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উজ্জ্বল কুমার কু-ু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউন নাহার, পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদৌস, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল জব্বারসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।