মুজিবনগর প্রতিনিধি: “সকলের জন্য উন্নত স্যানিটেশন নিশ্চিত হোক সুস্থ জীবন’ ‘সকলের হাত পরিচ্ছন্ন থাক” এ প্রতিপাদ্যে মুজিবনগরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে মুজিবনগর উপজেলা পরিষদ থেকে উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দীন বিশ্বাসের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি মুজিবনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মো. মাসুদুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জিয়াউদ্দিন বিশ্বাস। মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা খাতুন, উপজেলা জনস্বাস্থ্য উপসহকারী প্রকোশলী জাহাঙ্গীর আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানসহ উপজেলার সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সংগঠন ও স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। ব্র্যাক ও এসকেএস ফাউন্ডেশনের সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।