দামুড়হুদা ব্যুরো: ‘সকলের জন্য উন্নত স্যানিটেশন-নিশ্চিত হোক সুস্থ জীবন’ এ সেøাগানকে সামনে রেখে দামুড়হুদায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের আয়োজনে এনজিও সংস্থা ব্র্যাকের সার্বিক সহযোগিতায় এক বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার নাসির উদ্দীন, সেলিম রেজা, শাহরিয়ার কবীর, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) মাইনুর রহমান, এলাকা ব্যবস্থাপক (প্রগতি) রবিউল ইসলাম, শাখা ব্যবস্থাপক শাহাদৎ হোসাইন, শাখা ব্যবস্থাপক (দাবি) দিপক কুমার গাইন, ওয়াশ কর্মসূচির প্রকল্প কর্মকর্তা আলমগীর হোসাইন, উপজেলা সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন প্রমুখ।