দামুড়হুদার চিৎলায় তুচ্ছ ঘটনায় একজন রক্তাক্ত জখম

দামুড়হুদা অফিস: দামুড়হুদার চিৎলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাসান (২৫) নামের এক যুবককে রক্তাক্ত জখম করা হয়েছে। আহক হাসান দামুড়হুদা উপজেলার চিৎলা গ্রামের সেকেনদার আলীর ছেলে। গতকাল বুধবার দুপুর ১টার দিকে চিৎলা মোড় নামকস্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেলে চিৎলা ছটেঙ্গার মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে একই গ্রামের যুবকদের মাঝে কথা কাটাকাটি হয়। এসময় হাসান গং মারপিট করে রনি গংদের সাথে। পরদিন গতকাল বুধবার দুপুর ১টার দিকে রনি গং তার দলবল নিয়ে চিৎলা মোড়ে গিয়ে ফল ব্যবসায়ী হাসানকে জিআই পাইপ ও বাটাম দিয়ে মারপিট করে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা রক্তাক্ত জখম হাসানকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ব্যপারে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সুকুমার বিশ্বাস বলেন, দামুড়হুদার চিৎলার মোড়ে মারামারির ঘটনায় তাদের উভয়পক্ষকে থানায় নেয়া হয়েছিলো। পরে এ ঘটনায় উভয়পক্ষের কোনো অভিযোগ না থাকায় তারা নিজেরা আপস করে নেন। পরে তাদেরকে অভিভাবকের কাছে তুলে দেয়া হয়। এ বিষয়ে মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।