চুয়াডাঙ্গায় লগ্যিাল এইড বষিয়ক মতবনিমিয়সভায় চুয়াডাঙ্গা জলো ও দায়রা জজ

সরকাররে সুযোগ গ্রহণে জনসচতেনতা সৃষ্টরি জন্য এনজওিদরে প্রতি আহ্বান
স্টাফ রিপোর্টার: বরিোধ নষ্পিত্ততিে মামলা একটি ব্যয়বহুল ও র্দীঘময়োদী প্রক্রয়িা। এজন্য মানুষ আগে শত্রুপক্ষকে অভশিাপ দতিো তোর ঘরে মামলা ঢুকুক। দশেে জনসংখ্যা বৃদ্ধরি সাথে সাথে অধকিাংশ মানুষ মামলায় জড়য়িে পড়ছ।ে কারো জমরি রর্কেড ভুল, দললি ভুল, আবার কউে কউে মারামারি করে মামলা করছ।ে অনকেইে টাকা পয়সা এবং হয়রানরি ভয়ে মামলায় আসতে সাহস পায় না। কারণে অকারণে র্কোটে মামলার জট সৃষ্টি হচ্ছ।ে এজন্য বঙ্গবন্ধু শখে হাসনিা দশেে উন্নয়নরে ধারা ধরে রাখতে মামলার জট কমানো এবং দরদ্রি মানুষ দ্রুত ন্যায় বচিার পাবার জন্য বনিামূল্যে লগ্যিাল এইডরে মাধ্যমে আইনি সহায়তা প্রদান করছনে। শুধু তাই নয় জলো লগ্যিাল এইড কমটিরি মাধ্যমে আইনগত পরার্মশ প্রদান ও মধ্যস্থতার মাধ্যমে অল্প সময়ে বরিোধ নষ্পিত্তি করে যাচ্ছ।ে যারা র্আথকিভাবে অস্বচ্ছল, র্কম অক্ষম, র্কমহীন ব্যক্ত,ি বীর মুক্তযিোদ্ধা যাদরে র্বাষকি আয় দড়ে লাখ টাকার মধ্য।ে আবার কোনো শ্রমকি যার র্বাষকি আয় ১ লাখ টাকার মধ্যে কোনো শশিু, মানব পাচাররে শকিার কোনো ব্যক্ত,ি শারীরকি ও মানসকি এবং যৌন হয়রানরি শকিার, পারবিারকি নর্যিাতনরে শকিার, র্দুবৃত্ত র্কতৃক এসডি দগ্ধ কোনো কোনো নারী বা শশিু, অস্বচ্ছল বধিবা, স্বামী পরত্যিক্তা দুস্থ নারী, প্রতবিন্ধী ব্যক্ত,ি বনিা বচিারে আটক কোনো ব্যক্তি যনিি আত্মপক্ষ সর্মথনে র্আথকিভাবে অস্বচ্ছল নারী ও পুরুষদরে আইনি সহায়তা প্রদান করা হব।ে সরকাররে দয়ো এ সুযোগ সাধারণ মানুষরে দোরগোড়ায় পৗেঁছে দয়ো এবং সকলকে এ বষিয়ে সচতেন করতে এনজওিদরে প্রতি আহ্বান জানান। গতকাল বকিলে ৪টায় জলো ও দায়রা জজ সম্মলেন কক্ষে জাতীয় আইনগত সহায়তা প্রদান বষিয়ে জনসচতেনতা বষিয়ে মতবনিমিয়সভায় চুয়াডাঙ্গা জলো ও দায়রা জজ রবউিল ইসলাম এ কথাগুলো বলনে। চুয়াডাঙ্গা সনিয়ির সহকারী জজ ও জলো লগ্যিাল এইড র্কমর্কতা শামসুজ্জামানরে উপস্থাপনায় বক্তব্য রাখনে চুয়াডাঙ্গা চফি জুডসিয়িাল ম্যাজস্ট্রিটে মজিানুর রহমান, চুয়াডাঙ্গা জলো আইনজীবী সমতিরি সাবকে সভাপতি অ্যাড. সলেমি উদ্দনি খান, প্রত্যাশার নর্বিাহী পরচিালক বল্লিাল হোসনে, পল্লী উন্নয়ন সংস্থা (পাস)’র নর্বিাহী পরচিালক ইলয়িাস হোসনে, ব্র্যাকরে জলো র্কমর্কতা জাহাঙ্গীর আলম, জনকল্যাণ সংস্থার পরচিালক নুরুল ইসলাম, ওয়ভে ফাউন্ডশেনরে সহসমন্বয়কারী নুঝাত পারভীন, কম্প্যাক্ট ফাউন্ডশেনরে নর্বিাহী পরচিালক কামরুজ্জামান, গ্রামীণ সমাজ কল্যাণ সংস্থার নর্বিাহী পরচিালক সাইদুর রহমান, আত্মবশ্বিাসরে প্রশাসনকি র্কমর্কতা শাহদে হাসান হালমি। এছাড়াও উপস্থতি ছলিনে চুয়াডাঙ্গায় র্কমরত এনজওি সমূহ।