আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় সখি ফিল্মসের উদ্যোগে স্বল্পদৈর্ঘ মাদকের কাহিনী নিয়ে চলচিত্র “বোবা কান্নার আনুষ্ঠানিকভাবে শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার আলমডাঙ্গা হাইরোডে রঙ্গন মিডিয়ার অফিস রুমে কেক কেটে উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন স্বল্পদৈর্ঘ মাদক বিরোধী চলচিত্র “বোবা কান্না”র পরিচালক এইচআর জীবন, নির্দেশক রাশেদুল ইসলাম সাইজি, শিল্প নির্দেশক ও অভিনেতা শামিম রেজা, ক্যামেরা ম্যান ও সম্পাদনক ওমর খৈয়াম, অভিনেতা আব্দুর জব্বার লিপু, আনোয়ার হোসেন, রাজিবুল ইসলাম, সাংবাদিক শরিফুল ইসলাম রোকন, নজরুল ইসলাম লিটু, রয়েল মনা, আরমান আলী, আলমগীর হোসেন, সুজা উদ্দিন, চিকন আলী, তাপস, সিরাজুল ইসলাম, সোহেল, রেজাউল, নাট্য অনুরাগী আব্দুল মালেক, জামাল উদ্দিন, আলমগীর হোসেন, রয়েল ইমন প্রমুখ। আগামী ১৮ অক্টোবর শুক্রবার থেকে স্বল্পদৈর্ঘ মাদক বিরোধী চলচিত্র “বোবা কান্না”র শুটিং শুরু হবে।