গাংনী প্রতিনিধি: গাংনী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের সফলতা কামনা করে মিছিল করেছে ছাত্রলীগ। গতকাল বুধবার সকালে গাংনী সরকারি কলেজ থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের সম্মেলনের পক্ষে স্লোগান দিয়ে সফলতা কামনা করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। নেতৃত্বে ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসির জামান মৃদুল। কলেজ ছাত্রলীগের সভাপতি মাহমুদ হাসিবসহ ছাত্রলীগ নেতৃবৃন্দ।