চুয়াডাঙ্গা ও মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি আরও যতœবান হওয়ার আহ্বান
স্টাফ রিপোর্টার: ‘সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিন্তে পথ চলি’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক সন্তোষ কুমার নাথের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সার্বিক) মোহাম্মদ ইয়াহ্ ইয়া খান ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা ও জীবননগর সার্কেল) আবু রাসেল। দামুড়হুদা উপজেলা সমাজসেবা কর্মকর্তা ছানোয়ার হোসেনের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা খাইরুল ইসলাম। বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, জেলা ব্র্যাক প্রতিনিধি জাহাঙ্গীর আলম, প্রতিবন্ধীদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল করিম।
সভায় দৃষ্টি প্রতিবন্ধীদের প্রতি আরও যতœবান হওয়ার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক বলেন, ‘২০৩০ সালে এসডিজি অর্জনের দিকে এগিয়ে যাচ্ছি। ২০৩০ সালের মধ্যে আমাদের কিছু টার্গেট দেয়া হয়েছে। সমাজের প্রত্যেক মানুষকে নিয়ে এ উন্নয়নের কথা বলা হয়েছে এসডিজিতে। কারণ শুধু কোন এক গোষ্ঠী বা সংস্থা নিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশের উন্নয়নে সকলের ভূমিকা প্রয়োজন। প্রতিবন্ধীরা দেশের বিভিন্ন দফতরে গুরুত্বপূর্ণ পদে চাকরি করছেন। তাদেরকে এগিয়ে নিতে নানামুখী উদ্যোগ হাতে নিয়েছে সরকার। তাদের প্রতি আমাদের সহানুভূতি থাকতে হবে।’ পরে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে ১০টি ডিজিটালসহ ২৫টি সাদাছড়ি প্রদান করেন অতিথিবৃন্দ।
মেহেরপুর অফিস জানিয়েছে, মেহেরপুরে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আলোচনাসভা, র‌্যালি ও প্রতিবন্ধীদের মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কার্যালয়ের উদ্যোগে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রতিবন্ধী পুনর্বাসন কার্যালয়ে এসে শেষ হয়। র‌্যালী শেষে ১০জন অন্ধ ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করা হয়। সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক কাজী কাদের ফজলে রব্বানী। প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তৌফিকুর রহমান। বক্তব্য রাখেন প্রতিবন্ধী সাহায্য সেবা কেন্দ্রের কর্মকর্তা তুলসী কুমার পাল, সহকারী কমিশনার (ভূমি) মাইনুদ্দিন, ডা. মো. আব্দুল হাই প্রমুখ।