স্টাফ রিপোর্টার: যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজ নিয়ে চুয়াডাঙ্গায় ২৪ প্রহরব্যাপী মহানামযজ্ঞের ৮তম বার্ষিক অনুষ্ঠিত হচ্ছে। ভক্তপূজারী এবং পুন্যার্থীদের পদচারণায় মুখরিত পান্না সিনেমাহল প্রাঙ্গণ। দেশ মাতৃকা ও বিশ্ব জননীর সকল সন্তানের মঙ্গল কামনায় ৫ দিনব্যাপী এ মহানামযজ্ঞ অনুষ্ঠানে এ বছর দেশের বিভিন্ন স্থান থেকে ছয়টি কীর্তনিয়া দল নামসুধা পরিবশেনা করছেন। এ বছর ফরিদপুর থেকে শ্রী জয়গুরু সনাতন সম্প্রদায় ও শ্রী গোষ্ট গোপাল সম্প্রদায়, মাদারীপুর থেকে শ্রী জয় নিতাই সম্প্রদায়, সিরাজগঞ্জ থেকে শ্রী রামকৃষ্ণ সম্প্রদায়, গোপালগঞ্জ থেকে শ্রী রায় রাখাল সম্প্রদায় ও শ্রী মা সারদা সম্প্রদায় এবং চুয়াডাঙ্গার শ্রী সভাতন সৎ সংঘ ২৪ ঘণ্টা হরিনাম মহানাম সুধা পরিবেশনা করছেন।
এদিকে গতরাতে চুয়াডাঙ্গা পান্না সিনেমাহল চত্বরে আয়োজিত মহানামযজ্ঞানুষ্ঠান পরিদর্শন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা আরতি চলাকালীন অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়ে আরতি অনুষ্ঠান উপভোগ করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার ও পুলিশ সুপার জাহিদুল ইসলাম। সন্ধ্যা আরতি শেষে অনুষ্ঠানের প্রধান আয়োজক দিলীপ কুমার আগরওয়ালা অতিথিদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। পরে অতিথিগণ অনুষ্ঠানের সকল জায়গা ঘুরে ঘুরে দেখেন। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ইয়ায় ইয়া খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমেদ, এনডিসি সিব্বির আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন, খাইরুল ইসলাম, ফিরোজ আহম্মেদ ও হাবিব। অনুষ্ঠানের ৩য় দিনেও ভক্তপূজারী এবং পুন্যার্থীদের পদচারণায় মুখরিত ছিলো মহানামযজ্ঞানুষ্ঠানস্থল।