আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজাসহ দুজনকে আটক করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা বেলগাছি ইউনিয়নের ফরিদপুর ও কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর থেকে তাদের আটক করে।
জানা গেছে, উপজেলার বেলগাছি ইউনিয়নের ফরিদপুর গ্রামের মৃত মসলেম আলীর ছেলে মোয়াজ্জেম আলী (৫০) দীর্ঘদিন ধরে এলাকায় গাঁজা বিক্রয় করে আসছে। গতকাল আলমডাঙ্গা থানার এএসআই তৌহিদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে আটক করেন। আটকের পর তার নিকট থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এদিকে কালিদাসপুর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের ফয়জদ্দিনের ছেলে জহুরুল ইসলামকে গাঁজা সেবনের দায়ে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।