আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় স্ত্রীর দায়ের করা মামলায় ১ বছরের সাজাপ্রাপ্ত আসামি নগরবোয়ালিয়ার জিনারুলকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আলমডাঙ্গা থানা পুলিশ নগরবোয়ালিয়া থেকে তাকে গ্রেফতার করে।
জানা গেছে, উপজেলার নগরবোয়ায়িলার রজব আলীর ছেলে জিনারুল ইসলাম ৮-৯ বছর আগে পাশর্^বর্তী হারদী ইউনিয়নের বদ্দিনাথপুর গ্রামের মৃত জামসেদ আলীর মেয়ে সীমা খাতুনকে বিয়ে করেন। বিয়ের কয়েক বছর পর সীমা খাতুন চোখে কম দেখার কারণে জিনারুল পুনরায় চুয়াডাঙ্গা বড়বাজার এলাকার খলিলের মেয়ে হীরা খাতুনকে বিয়ে করেন। ২য় বিয়ে করার পর সীমা খাতুন আদালতে জিনারুলের নামে মামলা দায়ের করেন। ওই মামলায় আদালত জিনারুলকে ১ বছরের সাজা প্রদান করেন। গতকাল আলমডাঙ্গা থানার এএসআই সাহাবুদ্দিন লস্কর ও এএসআই সাইফুল ইসলাম তাকে গ্রেফতার করেন। এছাড়া তার বিরুদ্ধে আরও তিনটি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানা গেছে।