আলমডাঙ্গা ব্যুরো: ‘সুস্থ মেধাবী জাতি চাই, প্রতিদিন ডিম খাই’ এ স্লোগানকে সামনে রেখে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে এ উপলক্ষে ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আলোচনাসভা ও ছাত্র-ছাত্রীদের মাঝে ডিম বিতরণ করা হয়েছে। সভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। তিনি বলেন, সরকার প্রতিবছর অক্টোবর মাসের ১১ তারিখে বাংলাদেশে বিশ্ব ডিম দিবস পালন করে থাকে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) ইন্টারন্যাশনাল এগ কমিশনের সঙ্গে সমঝোতা চুক্তির মাধ্যমে বিশ্বের ডিম শিল্পের উন্নয়নে একযোগে কাজ করে যাচ্ছে। ডিম প্রতিটি মানুষের জন্য প্রয়োজন। ডিম শিশুর মেধা বিকাশে সাহায্য করে। সেজন্য প্রতিটি শিশুকে নিয়মিত ডিম খাওয়াতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি সীমা শারমিন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মাসুদ, ইসলামপুর সপ্রাবির সভাপতি রানা উদ্দিন, ইসলামপুর সপ্রাবির প্রধান শিক্ষক রাকিবুস সালেহীন, শ্যামপুর গোপিবল্বপুর সপ্রাবির প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম। উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ হিল কাফির উপস্থাপনায় বক্তব্য রাখেন খামারী আশরাফুল আলম, সহকারী শিক্ষক সুস্তফা শাফিউজ্জামান, নাসরিন সুলতানা, নাজমুল হুদা, শারমিন সুলতানা, সাইদুজ্জামান প্রমুখ। সভা শেষে প্রত্যেকের মাঝে সিদ্ধ ডিম বিতরণ করা হয়।