আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে স্মার্টস্কুল হিসেবে শুভ উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে ওই স্মার্টস্কুল উদ্বোধন করেন।
উদ্বোধনকালে তিনি বলেন, শিশুরা যাতে স্কুলে এসে আনন্দ পায় এবং স্কুলে এসে সবকিছুর সাথে মানিয়ে নিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুরা কি চায়, কি ভালোবাসে। আজকের শিশু আগামীদিনের ভবিষ্যত। শিশুদেরকে আদর করে মানসিক বিকাশ ঘটাতে হবে কোনো রকম চাপ দিয়ে শাসন করা যাবে না। প্রত্যেক শিশুর সাথে বন্ধুর মতো ব্যবহার করতে হবে। তাদের হেসে খেলে বেড়ে উঠতে দিতে হবে। ঝরে পড়া শিক্ষার্থীদের স্কুলমুখী করতে হবে। একই সাথে বাল্যবিয়ে রোধে সকলকে ভূমিকা রাখতে হবে।
আলোচনাসভায় উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সীমা শারমিন, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবদুল্লাহ হিল কাফি, সহকারী শিক্ষা অফিসার সৈয়দ মাসুদ, ইসলামপুর সপ্রাবির সভাপতি রানা উদ্দিন, শ্যামপুর গোপীবল্বপুর সপ্রাবির প্রধান শিক্ষক সাজ্জাদুল আলম। ইসলামপুর স.প্রাবি প্রধান শিক্ষক রাকিবুস সালেহীনের উপস্থাপনায় বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আশরাফুল আলম, সহকারী শিক্ষক সুস্তফা শাফিউজ্জামান, নাসরিন সুলতানা, নাজমুল হুদা, শারমিন সুলতানা, সাইদুজ্জামান প্রমুখ ।
স্মার্টস্কুলটির বিশেষ বৈশিষ্ট সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রকিবুস সালেহীন বলেন, শিক্ষকদের ডিজিটাল হাজিরার ব্যবস্থা, ক্লাসরুমসহ বিদ্যালয়ে সিসি টিভি ক্যামেরার ব্যবস্থা, ডিজিটা আইডি কার্ড, সুসজ্জিত শ্রেণিকক্ষ, সকলের জন্য ইউনিফর্ম, সকল শ্রেণিকক্ষে স্মার্ট টিভি ও কম্পিউটার, সকল শিক্ষকের মাল্ট্রিমিডিয়া ক্লাসরুম ম্যানেজমেন্ট সিস্টেমে ক্লাস নেয়ার সক্ষমতা, শ্রেণি কক্ষে হোয়াইট বোর্ডের ব্যবস্থা, মোবাইলফোনের এসএমএসের মাধ্যমে ও ড্যাশবোর্ডের মাধ্যমে শ্রেণি মনিটরিংয়ের ব্যবস্থা।