স্টাফ রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ বৃষ্টির কারণে হয়েছিলো পরিত্যক্ত। শেষ ম্যাচটা তাই ছিলো সিরিজ নির্ধারনী। কিন্তু সেখানে ভারতের নারী ‘এ’ দলের বিপক্ষে হেরে গেছে বাংলাদেশ নারী ‘এ’ দল। তাদের বিপক্ষে ৩০ রানে হেরেছে বাংলাদেশের মেয়েরা। গতকাল সোমবার কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। আগে ব্যাট করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১১১ রান তুলে ভারত। সর্বোচ্চ ২৮ রান আসে তেজাল হাসাবনিসের ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ১২ রানে ৩ উইকেট নেন খাদিজাতুল কুবরা। জবাব দিতে নেমে টপ-অর্ডারদের ব্যর্থতায় নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ৮১ রান তুলতে পারে বাংলাদেশের মেয়েরা। মাত্র ৩৫ রানেই ৫ ব্যাটসম্যানকে হারানোর পর ষষ্ঠ উইকেটে ফাহিমা খাতুন ও নুসরাত টুম্পা ৩০ রানের জুটি গড়েন। তবে আর কেউ তেমন প্রতিরোধ গড়তে না পারলে ম্যাচ হারে বাংলাদেশ।