স্টাফ রিপোর্টার: বুয়েটছাত্র আবরার ফাহাদ হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার ইসলামী আন্দোলন বাংলাদেশ চুয়াডাঙ্গা জেলা শাখার কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা সভাপতি হাসানুজ্জামান সজীব।
এক প্রেসবিজ্ঞপ্তিতে উপক্তে তথ্য জানিয়ে বলা হয়েছে, উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি তুষার ইমরান, সহসভাপতি জিনারুল ইসলাম, সহপ্রচার ও প্রকাশনা সম্পাদক আশিকুল আলম সজীব, জামাল উদ্দিন প্রমুখ। সভাপতি বলেন, ‘বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদ ফেসবুকে বাংলাদেশের পক্ষে কথা বলার কারণে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমাদের ভাবতেও অবাক হয় আমরা স্বাধীনদেশে বসবাস করি। আমরা ওই হত্যাকা-ের তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করছি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আর প্রধানমন্ত্রী ভারতের সাথে যে চুক্তি করে এসেছে তা বাংলাদেশের স্বার্থবিরোধী। দেশবিরোধী কোনো চুক্তি বাস্তবায়ন করতে দেয়া হবে না। পীর সাহেব চরমোনাইর নেতৃত্বে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে দেশবিরোধী সকল ষড়যন্ত্র প্রতিহত করা হবে।