বিজিবির  অভিযানে সোনার গয়না মোটরসাইকেল উদ্ধার

দর্শনা অফিস: দর্শনা ও দামুড়হুদার বড়বলদিয়া বিজিবি সদস্যরা মাদক এবং চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়েছে। এ অভিযানে উদ্ধার করা হয়েছে সোনার গয়না, মোটরসাইকেল ও ফেনসিডিল। আটক হয়নি কোনো মাদক ও চোরাকারবারি। গতকাল সোমবার দুপুর ২টার দিকে দর্শনা আইসিপি বিজিবি ক্যাম্পের হাবিলদার হামিদুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় সদস্যদের নিয়ে চোরাচালান বিরোধী অভিযান চালান দর্শনা সিমান্তের ৭৭নং মেন পিলারের জয়নগর মাঠে। বিজিবির পক্ষ থেকে বলা হয়েছে, এসময় পরিত্যক্ত অবস্থায় ২৪ ভরি ১ আনা ৩ রথি ৮ পয়েন্ট ওজনের স্বর্ণের বিভিন্ন গয়না উদ্ধার করা হয়েছে। যার বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৩ লাখ ৬৮ হাজার ৯৯৫ টাকা। বিজিবির একই দল ভোর ৪টার দিকে মাদকবিরোধী অভিযান চালিয়ে জয়নগর মাঠ থেকে উদ্ধার করেছে ৬০ বোতল ফেনসিডিল। গত রোববার রাত সাড়ে ৮টার দিকে দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বড়বলদিয়া বিজিবি ক্যাম্পের হাবিলদার কাজী দাউদ হোসেন সঙ্গীয় সদস্যদের নিয়ে মাদকবিরোধী অভিযান চালান ইউনিয়নের ছোটবলদিয়া সড়কে। এ অভিযানে বিজিবি সদস্যরা একটি মোটরসাইকেল ও ২১ বোতল ফেনসিডিল উদ্ধারের তথ্য দিয়েছে।