স্টাফ রিপোর্টার: দু’দিনব্যাপী অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় চুয়াডাঙ্গা জেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন দামুড়হুদার কার্পাসডাঙ্গা গ্রামের রহিম বক্সের ছেলে হাবিবুর রহমান। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে ওই দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত দাবা প্রতিযোগিতায় জেলার ১০ জন দাবাড়– অংশগ্রহণ করেন। জাতীয় দাবা চ্যাম্পিয়ন শীপে অংশগ্রহণের জন্য এ বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দাবাড়–রা ছিলেন রাজীব, ফরহাদ, আব্দুল আলীম, আরব আলী, ইকতিয়ার মন্টু, কাবের আলী, সাইদুর, শাহীন ও হাবিবুর রহমান। লিগ ভিত্তিক বাছাই প্রতিযোগিতায় হাবিবুর রহমান ৯ খেলায় সর্বোচ্চ ৯ পয়েন্ট অর্জন করে শীষস্থান দখল করেন। তার নিকটতম প্রতিযোগী শাহীন সমান সংখ্যক ৯ খেলায় ৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় স্থান দখল করেন। এছাড়া সাইদুর ৬, কাবের আলী ৬, মন্টু ৫, ইকতিয়ার ২,আবর আলী ৪, আব্দুল আলীম ৩, ফরহাদ ১ ও রাজীব ৩ পয়েন্ট অর্জন করেন। জেলা চ্যাম্পিয়ন হওয়ায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে হাবিবুর রহমানকে ঢাকায় জাতীয় দাবা চ্যাম্পিয়ন শীপ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনিত করা হয়েছে। আজ ঢাকার উদ্দেশে হাবিবুর রহমান যাত্রা করবেন বলে মাথাভাঙ্গাকে নিশ্চিত করেন তিনি।