দর্শনা অফিস: ফসলের রোগ-বালাই প্রতিরোধে কীটনাশক বিক্রেতাদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তারা। গতকাল সোমবার সকাল ১০ টার দিকে দর্শনা উদ্ভিদ সংগ নিরোধ মিলায়তনে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন পৌর কাউন্সিলর হাসান খালেকুজ্জামান। আলোচনা করেন, দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার মনিরুজ্জামান, কৃষি সম্প্রসারণ অফিসার ফায়জার আলী, উদ্ভিদ সংরক্ষণ সহকারী অফিসার কাজি ইয়াসির আরাফাত, উপ-সহকারী কৃষি অফিসার শফিকুল ইসলাম, পৌর কাউন্সিলর কানচু মাতবর, চান্দু মাস্টার, কীটনাশক ব্যবসায়ী কামাল উদ্দিন আহমেদ সান্টু, সাইফুল ইসলাম সোহেল প্রমুখ।