স্টাফ রিপোর্টার: ‘শহর আমাদের, পরিস্কার রাখার দায়িত্বও আমাদের’ এ স্লোগানে জেলা প্রশাসনের পৃষ্ঠপোষকতায় ও চুয়াডাঙ্গা পৌরসভার সহযোগিতায় পৌর শহরে শুরু হয়েছে পরিস্কার অভিযান। গতকাল রাতে শহরের শহীদ হাসান চত্বরের রাস্তা ঝাড়– অভিযানের নেতৃত্বে ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার মেয়র ওবায়দুর রহমান চৌধুরী। পরিস্কার অভিযান পরিদর্শন করেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম, র্যাব-৬’র ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালা, এনএসআই’র ডিডি জিএম জামিল সিদ্দীক, সদর থানার অফিসার্স ইনচার্জ আবু জিহাদ ফখরুল আলম খান, ডিআইও-১ মাহাবুবুর রহমান, বাংলাদেশ জুয়েলারী সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রিপনুল হাসান। পরিস্কার অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পৌরসভার প্যানেল মেয়র মুন্সী রেজাউল করিম খোকন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসাইন জ্যাকি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. মাহাবুল ইসলাম সেলিম, আবুল হোসেন মিলন, আব্দুর রাজ্জাক, কৃষকলীগ নেতা আতিকুর রাব্বী, রানা, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন রেজা, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য ইমদাদুল হক সজল, পৌর ছাত্রলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন।