কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার মিরপুরে অস্ত্র ও মাদকসহ জলি আক্তার (৩৫) ও রাব্বি খন্দকার (১৩) নামের দুজনকে আটক করেছে পুলিশ। তারা দুজন সম্পর্কে মা ও ছেলে। গতকাল রোববার রাত ১০টার দিকে উপজেলার নফরকান্দি এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত জলি আক্তার ওই এলাকার সাবেক ইউপি সদস্য খন্দকার হাসিবুল হকের স্ত্রী এবং রাব্বি তাদের ছেলে। মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিকে অভিযান চালিয়ে ১শ’ পিস ইয়াবা এবং একটি পিস্তলসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়েরের প্রস্তুতি চলছে।