কার্পাসডাঙ্গায় মাদরাসার নতুন ভবনের ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন

কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার নতুন ৪তলা বিশিষ্ট একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে প্রতিষ্ঠানের গর্ভনিংবডির সভাপতি ও কৃষক লীগ নেতা আব্দুস সালামের সভাপতিত্বে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহসভাপতি হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফলক উন্মোচন করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার শিক্ষাখাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। শহর গ্রামের সকল শিক্ষাপ্রতিষ্ঠানকে সরকার আধুনিকায়ন করছে। শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে অনেক টাকা ব্যয়ে। শিক্ষা ব্যবস্থার সংস্কার দক্ষ নেতৃত্ব প্রদান এবং ব্যক্তিগতভাবে শিক্ষিত ও দেশপ্রেমী হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশ্ববাসী সমর্থন দিচ্ছে। বিশ্ববাসী প্রধানমন্ত্রীকে পরিশ্রমী নেতা হিসেবে আখ্যায়িত করেছে। তার প্রচেষ্টায় দেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। দেশের কোথাও আজ অবহেলিত নেই। বিশেষ অতিথি ছিলেন সাবেক জেলা প্রশাসক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান মন্জু, উপজেলা পরিষদ চেয়ারম্যান আলি মুনছুর বাবু, উপজেলা শিক্ষা অফিসার এসএম মুনিম লিংকন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন অধ্যক্ষ জুলফিক্কার আলী, ওসি তদন্ত মো. জাহাঙ্গীর আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জীবননগর পৌর আওয়ামী লীগের পৌর আওয়ামী লীগের সম্পাদক নাসির উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, আ.লীগ নেতা আব্দুল কাদের বিশ্বাস, শওকত আলী, করিম বিশ্বাস, আতিয়ার রহমান হাবু, সিরাজুল ইসলাম, রেজাউল করিম, আব্দুল মালেক, রবিউল হোসেন সুকলাল, মো. মান্নান হোসেন, ডা. কাশেম, নুর হোসেন, নিমু ম-ল, মখলেছুর রহমান, হাজি ফজলুল হক, লুৎফর রহমান, জেলা স্বেচ্ছসেবক লীগ নেতা জাহিদুর রহমান মুকুল, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, মো. নুর ইসলাম, হাকিম মেম্বার, মন্টু মেম্বার, ভগু মেম্বার, লিয়াকত আলী মেম্বার, যুবলীগ নেতা মোস্তাফিজ কচি, রফিকুল ইসলাম, এমদাদুল হক, সাজেদুল বিশ্বাস মিঠু, ফয়সাল, শহিদুল সর্দার, রতন বিশ্বাস, মেহেদী মিলন, বখতিয়ার বকুল, আব্দুল হামিদ, কাজি চঞ্চল, সানোয়ার হোসেন, খোরশেদ আলম, ছাত্রলীগ নেতা সানাউল কবির শিরিন প্রমুখ। ৩ কোটি ২৪ লাখ ৯০ হাজার ৮৯ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্টি একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধন করা হয়।