মাথাভাঙ্গা মনিটর: আইসিসির সদস্য পদ ফিরে পেলো নেপাল ক্রিকেট দল। গতকাল সোমবার দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সভায় এ সিদ্ধান্ত হয়। এ ব্যাপারে আইসিসির চেয়ারম্যান শশাঙ্ক মনোহর বলেছেন, নেপাল ক্রিকেট বোর্ডের বেশ অগ্রগতি হয়েছে। নেপালের ক্রিকেট বোর্ডের সদস্যদের সম্মতিতে সহায়তা করার জন্য একটি পরিকল্পনা তৈরি করা হবে। এতে নিয়ন্ত্রিত তহবিলও জড়িত থাকবে। নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া তথা আইসিসির বিধি লঙ্ঘনের জন্য ২০১৬ সালে সাময়িক বরখাস্ত করা হয়েছিলো নেপালকে। সম্প্রতি নেপাল ১৭ সদস্যের বোর্ড গঠন করে আইসিসির অনুমোদন নেয়। তার পরই আইসিসি নেপালের সদস্য পদ ফিরিয়ে দেয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।
শুধু নেপাইলই নয়! দুবাইয়ের এ সভায় জিম্বাবুয়ের সদস্য পদও ফিরিয়ে দেয়া হয়। চলতি বছরের জুলাই মাসেই জিম্বাবুয়ের সদস্য পদ স্থগিত করা হয়েছিলো। তখন অভিযোগ ছিলো দেশটির সরকার ক্রিকেট বোর্ডের ওপর হস্তক্ষেপ করেছিলো। আইসিসি নির্দেশ অনুসারে নির্বাচিত প্রতিনিধিদের দিয়ে বোর্ড গঠন করায় তাদের সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।