কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সকালে কালীগঞ্জ শহরের মধুগঞ্জবাজারের অফিস কক্ষে এক সাধারণসভা অনুষ্ঠিত হয়। পরিবেশক সমিতির সভাপতি সদরউদ্দীন মিয়া সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীকী ঠা-ু, রায়গ্রাম ইউনিয়ন সাবেক চেয়ারম্যান জহুরুল ইসলাম, সাংবাদিক শিপলু জামান, সদস্য বাবু সঞ্জয় বিশ্বাস, উজ্জ্বল অধিকারী, এইচএম আলিম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম গোলাম রসুলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে সর্বসম্মতিক্রমে আগামী তিন বছরের জন্য সদর উদ্দীনকে সভাপতি ও এমএ রউফকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নাম ঘোষণা করা হয়। এসময় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দীকী ঠা-ু, মেয়র আশরাফুল আলম আশরাফ, ভাইস চেয়ারম্যান শিবলী নোমানীকে সম্মাননা ক্রেস প্রদান করেন সদস্যবৃন্দ।