চুয়াডাঙ্গার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ ইচ্ছুক ক্লাব কর্মকর্তাদের সাথে ক্রিকেট উপকমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ ইচ্ছুক ক্লাব কর্মকর্তাদের সাথে ক্রিকেট উপকমিটির মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল ৫টায় চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ক্রিকেট উপকমিটির আহ্বায়ক সুরেশ কুমার আগরওয়ালা পিন্টু। সভার শুরুতে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদকের পক্ষে যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম ক্লাব কর্মকর্তাদের উদ্দেশে প্রথম বিভাগ ক্রিকেট লিগ শুরুর সম্ভাব্য তারিখ ও কিভাবে লিগ শুরু করা হবে সে বিষয়ে মতামত উপস্থাপনের আহ্বান জানান। সকল ক্লাব কর্মকর্তাদের মতামতের ভিত্তিতে আগামী নভেম্বর মাসের ১২ থেকে ১৫ তারিখের মধ্যে প্রথম ক্রিকেট লিগ শুরুর ব্যাপারে সিদ্ধান্ত হয়। ন্যাশনাল চ্যাম্পিয়ন শীপ ক্রিকেটের নীতিমালা ও আইন-কানুন অনুযায়ী ক্রিকেট লিগ পরিচালিত হবে। আরও সিদ্ধান্ত হয় ম্যাচ পরিচালনার জন্য চুয়াডাঙ্গার আম্পায়ার আব্দুল মালেকসহ বাইরের জেলা থেকে আম্পায়ার নিয়ে আসা হবে। সকল ক্লাব কর্মকর্তা ও ক্রিকেট উপকমিটির সদস্যদের উপস্থিতিতে লটারি করে ১২টি ক্লাবকে ২টি গ্রুপে ভাগ করে লিগ ভিত্তিক ম্যাচ পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। লটারিতে পর্যায়ক্রমে সকল ক্লাব কর্মকর্তা অংশগ্রহণ করেন। ‘এ’ গ্রুপে আছে শেখ রাসেল ক্রীড়াচক্র, মুন্সিগঞ্জ সংহতি সংঘ, ফরহাদ অগ্রণী, মিতালী সংঘ, নুরনগর তরুন সংঘ ও ভাইয়া একাদশ। ‘বি’ গ্রুপে আছে উল্কা ক্রীড়াচক্র, জুভেন্টাস, সুপারস্টার, সিটি বয়েজ, সবুজ সংঘ ও নিউস্টার ক্লাব। ক্লাব কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মহসিন রেজা, খন্দকার জেহাদী-ই-জুলফিকার টুটুল, শাহিন রাব্বী, ইমরান মহলদার, সোহাগ রহমান, দেলোয়ার হোসেন, প্রিন্স, টুটুল মোল্লা, শাহিন, পিন্টু কুমার আগরওয়ালা ও আব্দুস সালাম।