স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় বিএনপির এক নেতার বাড়িতে জুয়ার আসর থেকে ১৩ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয় জুয়ার সরঞ্জাম, নগদ টাকা ও ৩টি মোটরসাইকেল।
শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে জীবননগর উপজেলার রঘুনন্দনপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মুন্সী আবুল কাশেমের বাড়িতে জুয়ার আসর বসেছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় বাড়ির গরুর খামারের ভিতর থেকে ১৩ জুয়াড়িকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪০ হাজার ৫শ টাকা,৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- জীবননগর পৌর সভার লক্ষীপুর ব্রীজ পাড়ার মৃত রুহুল আমিনের ছেলে আব্দুল হালিম(৩৫),লক্ষীপুর মিল পাড়ার রবিউল প্রধানের ছেলে ইছাহক আলী(৩৪, জীবননগর বাজার পাড়ার মৃত রইচ উদ্দিনের ছেলে মুরাদ আলী(৪২), লক্ষীপুর গুলসান পাড়ার দিনু মিয়ার ছেলে আলামিন হোসেন(৩৫, নারায়রপুর গ্রামের শুকুর আলীর ছেলে লিটন আলী(৩২),দৌলৎগঞ্জ পাড়ার গোলাম হোসেনের ছেলে মানিক আলী(৩০), প্রতাবপুর গ্রামের নুরু সর্দারের ছেলে আলফাজ উদ্দিন (৪০, পুরাতন লক্ষীপুর গ্রামের মনোর আলী শেখের ছেলে আব্দুল মান্নান(৪২), নারায়নপুর সরকার পাড়ার শহিদুল ইসলামের ছেলে সোহাগ হোসেন(২৮), জীবননগর বাজার পাড়ার সাইদ আলীর ছেলে ওলিয়ার হোসেন(৪০), নারায়নপুর গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে জাহিদ হোসেন(৩৮,) লক্ষীপুর মিল পাড়ার আব্দুল আজিজের ছেলে জামাল উদ্দিন (৩২)এবং মহানগর উত্তর পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে মিল্টন আলী (৩২)। ঘটনাস্থল থেকে জুয়া খেলার সরঞ্জাম, নগদ ৪০ হাজার ৫শ টাকা,৩টি মোটরসাইকেলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শেখ গনি মিয়া জানান, বিএনপি নেতা মুন্সী আবুল কাশেম দীর্ঘ দিন ধরে গরুর খামারের আড়ালে প্রতিদিন রাতে জোয়া ও মাদকের আসর বসাতেন বলে অভিযোগ রয়েছে। অভিযানের সময় সে পালিয়ে যায়। রাতেই আটককৃতদের বিরুদ্ধে বাদী হয়ে একটি মামলা করেছে পুলিশ। আজ শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।