স্টাফ রিপোর্টার:
চুয়াডাঙ্গায় নির্যাতিত নারীদের সহায়তা প্রদানের জন্য উইমেন সাপোর্ট সেন্টারের উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার দুপুরে চুয়াডাঙ্গা পুলিশ সুপারের কার্যালয়ে ওই সেন্টারের উদ্বোধন করেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম। এসময় পুলিশ সুপার বলেন,নির্যাতিত নারীরা সব কথা পুরুষ পুলিশ সদস্যদের বলতে লজ্জা পান। সে লক্ষ্যে নারী পুলিশ সদস্যদের নিয়ে এ সহায়তা কেন্দ্র চালু করা হয়েছে। এ সেন্টার থেকে তাদের সকল প্রকার সহায়তা করা হবে। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ কলিমুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (হেড কোয়ার্টার) আবুল বাশার, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খাঁনসহ পুলিশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
এদিকে,নিখোঁজের ১৪ দিন পর চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে সদর উপজেলার নীলমনিগঞ্জ এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।পুলিশ সুপার কার্যালয়ের উইমেন সাপোর্ট সেন্টারের মাধ্যমে উদ্ধার হওয়া ওই ছাত্রীকে সকল প্রকার সহায়তা দেয়া হচ্ছে বলে জানান পুলিশ সুপার।