কার্পাসডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুতস্পৃষ্টে জাহিমা খাতুন নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
আজ বুধবার দুপুর ২টার দিকে উপজেলার আরামডাঙ্গা গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত জাহিমা খাতুন একই গ্রামের মান্দার আলীর স্ত্রী।
স্থানীয়রা জানান, দুপুরে গোসল করছিলেন জাহিমা খাতুন। এসময় অসাবধানতাবসত টিউবওয়েলের সাথে থাকা বৈদ্যুতিক মোটরের তারে হাত দেন তিনি। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।
দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।