দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় ‘মনের মতো স্কুল পেলে শিখবো মোরা হেসে খেলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ে মীনা দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৯ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকনের নেতৃত্বে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে অডিটোরিয়ামের সামনে শেষ হয়। র্যালি শেষে দামুড়হুদা উপজেলা শিক্ষা অফিসার সাকী সালামের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার ছগীর উদ্দীন। উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক আলাউদ্দীন, স্বরূপ কুমার দাস, হারুন অর রশিদ, শামসুন্নাহার, আলেয়া বিলকিস, জাহানারা পারভীন বিউটি, কুতুব উদ্দীন, শ্রী নারায়নচন্দ্র পাল, হারুন অর রশিদ, তানজুল ইসলাম প্রমুখ। মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেমন খুশি তেমন সাজোসহ নানা কর্মসূচির মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়। সভায় বক্তারা বলেন, মীনা একটি সামাজিক আন্দোলনের প্রতীক মাত্র। আনন্দের মধ্যদিয়ে শিশুদের পড়ালে শিশুরা পড়ালেখায় আগ্রহী হয়ে ওঠে। অনুষ্ঠান পরিচালনা করেন পুড়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশিদা খানম।