দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় জালনোট প্রতিরোধে জনসচেতনতাবৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে বাংলাদেশ ব্যাংক খুলনার আয়োজনে সোনালী ব্যাংক দামুড়হুদা শাখার সহযোগিতায় কর্মশালাটি অনুষ্ঠিত হয়। সোনালী ব্যাংক লিমিটেড চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আব্দুল মজিদের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, বাংলাদেশ ব্যাংক খুলনার উপ-মহাব্যবস্থাপক (ব্যাংকিং) মো. আলাউদ্দীন হোসেন ও কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু। কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, উপজেলা একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম, সোনালী ব্যাংক দামুড়হুদা শাখার ম্যানেজার হারুনুর রশিদ, কৃষি ব্যাংক দামুড়হুদা শাখার ম্যানেজার আব্দুল জব্বার, রূপালী ব্যাংক দামুড়হুদা শাখার ম্যানেজার আব্দুল খালেক, সোনালী ব্যাংক দামুড়হুদা শাখার সিনিয়র অফিসার ছালমা খাতুন, আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ম্যানেজার নজরুল ইসলাম, উপসহকারী মেডিকেল অফিসার ডা. রোকনুজ্জামান, ব্র্যাকের দামুড়হুদা শাখা ব্যবস্থাপক উত্তমকুমার গাইন, অগ্রণী ব্যাংক দর্শনা শাখার ম্যানেজার আবু জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী হাজি আব্দুল হামিদ, হাসান ফরুক, আব্দুল হাকীম, রাশেদুজ্জামান বিল্টু প্রমুখ। কর্মশালায় জালনোট সনাক্তকরণে ৪ টি পদ্ধতি বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন সোনালী ব্যাংক দামুড়হুদা শাখার ম্যানেজার হারুনুর রশিদ।