স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা জেলা শহরের আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে মিডডে মিলের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, জেলা শিক্ষা অফিসার নিখীল রঞ্জন চক্রবর্তী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, একাডেমিক সুপার ভাইজার সোহেল আহম্মেদসহ অতিথিবৃন্দ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সদস্য সচিব নূর হোসেনের আমন্ত্রণে উপস্থিত ছিলেন পৌরসভার সংরক্ষিত নারী কাউন্সিলর শাহিনা আক্তার, অভিভাবক সদস্য আসলাম উদ্দীন, আজিজুল হক, করিম আলী, হায়দার আলী, বিদ্যোৎসাহী সদস্য শফিউল ইসলামসহ বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।