চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত

সিসি ক্যামেরা দিয়ে মনিটরিংসহ সন্ধ্যার আগে প্রতিমা বিসর্জনের আহ্বান
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলকসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ওই প্রস্তুতিমূলক সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। অতিথি ছিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও আদর্শ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আজিজুর রহমান। সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, চুয়াডাঙ্গা সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক সিদ্দিকুর রহমান, আদর্শ সরকারি মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক এসএম ইস্রাফিল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা নিখিল রঞ্জন চক্রবর্তী, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুস সালাম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের চুয়াডাঙ্গা শাখার সভাপতি ডা. মার্টিন হিরক চৌধুরী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চুয়াডাঙ্গা শাখার সভাপতি কিশোর কুমার আগারওয়ালা, সাধারণ সম্পাদক কিশোর কুমার কু-ুসহ জেলার সকল পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ। শুরুতে গত বছরের সভার কার্যবিবরণী পড়ে শোনান অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) খোন্দকার ফরহাদ আহমদ।
সভায় জানানো হয়, এবার জেলায় মোট ১১৬টি মন্দিরে দুর্গাপূজা উদযাপন করা হবে। প্রতিটি পূজাম-পে অন্তত একটি করে অগ্নিনির্বাপক যন্ত্র রাখতে হবে। দুর্ঘটনা এড়াতে সরাসরি খাম্বা থেকে অবৈধভাবে বিদ্যুত সংযোগ নেয়া যাবে না। প্রয়োজনে দ্রুত বিদ্যুত সংযোগের ব্যবস্থা করা হবে। আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ ও আনসার সদস্যদের পাশাপাশি প্রতিটি মন্দিরে স্বেচ্ছাসেবকদের দিয়ে কাজ করাতে হবে। সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পুরো ম-প চত্বর মনিটরিং করতে ও সরকারি নির্দেশনা অনুযায়ী সন্ধ্যার আগেই প্রতিমা বিসর্জনের জন্য পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকে আহ্বান জানান জেলা প্রশাসক। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান পুলিশ সুপার। জরুরি প্রয়োজনে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের কন্ট্রোল রুমে যোগাযোগের জন্য অনুরোধ জানানো হয়। পরে সকলকে আসন্ন শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান জেলা প্রশাসক ও পুলিশ সুপার।