চুয়াডাঙ্গায় বাল্যবিয়ে পড়ানোর হোতা এক কাজী ও তার সহযোগী গ্রেফতার

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আটককৃত কাজি আফতাব উদ্দিনকে ছেড়ে দেয়া হয়েছে। এক আইনজীবীর জিম্মায় তাকে ছেড়ে দেয়া হয়েছে বলে পুলিশ জানায়। তবে গ্রেফতার দেখানো হয়েছে তার সাথে আটক আব্দুল হালিমকে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বিয়ে রেজিস্ট্রির কয়েকটি বই ও বেশকিছু ফরমসহ জেলা শহরের বুজরুকগড়গড়ি এলাকা থেকে কাজি আফতাব উদ্দিন ও আব্দুল হালিমকে আটক করে পুলিশ। কাজি আফতাব উদ্দিন আলমডাঙ্গা উপজেলার মৃত মকছেদ আলীর ছেলে এবং খাদিমপুর ইউনিয়নের নিকাহ রেজির্স্টার। গ্রেফতারকৃত আবদুল হালিম চুয়াডাঙ্গা জেলা শহরের বুজরুকগড়গড়ি গ্রামের মৃত সুবোধ আলীর ছেলে।
চুয়াডাঙ্গা পৌর এলাকার ২নং ওয়ার্ডের কাজি আল রাব্বি বিন ফয়সাল অভিযোগ করেন, ‘কাজি আফতাব উদ্দিন বাল্যবিয়ে পড়ানোর হোতা। তিনি তার এলাকা ছেড়ে চুয়াডাঙ্গার আবদুল হালিমকে জালবই ও ফরম সরবরাহ করেন এবং প্রতি সপ্তাহে টাকা পয়সা নিয়ে যান। বৃহস্পতিবার বিকেলে চুয়াডাঙ্গায় তারা বাল্যবিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় পুলিশ খবর পেয়ে তাদেরকে আটক করে।’ এ ব্যাপারে সদর থানার ওসি (তদন্ত) লুৎফুল কবীর বলেন, ‘বিয়ে রেজিস্ট্রির তিনটি বই, ৪০টি সিলমারা ফরমসহ কিছু কাগজপত্র জব্দ করা হয়েছে। সেগুলো জাল কিনা যাচাই করে দেখা হচ্ছে। তবে কাজি আফতাব উদ্দিনের কাগজপত্র ও সই জাল করে আব্দুল হালিম বিয়ে রেজিস্ট্রি করতেন বলে কাজি আফতাব উদ্দিন অভিযোগ করেছেন। এ ব্যাপারে আব্দুল হালিমের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং সন্ধ্যায় পর জেলা জজ কোর্টের এক আইনজীবীর জিম্মায় কাজি আফতাব উদ্দিনকে ছেড়ে দেয়া হয়েছে।