আলমডাঙ্গা ও দামুড়হুদায় তিন দিনব্যাপী রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের ভোগাইল-বগাদী মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় বিদ্যালয় চত্বরে এ প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে ৪ জন ছাত্রকে সনদপত্র প্রদান করা হয়।
সনদপত্রপ্রাপ্তরা হলো ১০ম শ্রেণির আওলাদ হোসেন, ৭ম শ্রেণির শোভন আলী, ১০ম শ্রেণির সজল আলী ও একই শ্রেণির আল মিরাজ। প্রশিক্ষক হিসেবে ছিলেন উপ যুব প্রধান-২ বিপ্লব হোসেন ও বিভাগীয় প্রধান (প্রশিক্ষণ) শাহীন হোসেন। সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক মতিয়ার রহমান, রেডক্রিসেন্টর দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম ও অন্যান্য শিক্ষকমন্ডলী উপস্থিত ছিলেন।
এদিকে, দামুড়হুদা উপজেলার বাস্তপুর দাখিল মাদরাসায় তিন দিনব্যাপী রেডক্রস ও রেডক্রিসেন্টের মৌলিক এবং প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। প্রশিক্ষক হিসেবে যুব প্রধান জাহাঙ্গীর আলম ও যুব সদস্য শাবনুর খাতুন উপস্থিত ছিলেন। এসময় বিজয়ী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।