পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে কমিটি গঠন

দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহনে মহতি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো মেধাবী শিক্ষার্থী যেনো অর্থাভাবে ঝড়ে না পড়ে সে লক্ষ্যেই ইউনিয়ন এলাকার প্রবাসী, ব্যবসায়ী, চাকুরিজীবী ও অর্থশালীরা এ মহতি উদ্যোগ নিয়েছেন। এ লক্ষ্যে গঠন করা হয়েছে পরিচালনা কমিটি। ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম সভাপতি ও হারুন অর রশিদকে সাধারণ সম্পাদক করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০ টার দিকে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম। এ ধরনের মহতি উদ্যোগ চলমান রাখতে বৈঠকেই অনুদান দিয়েছেন বেশ কয়েকজন দানশীল ব্যক্তি। এদের মধ্যে বড় বলদিয়ার মফিজুর রহমান ৫০ হাজার, ছয়ঘরিয়ার তরিকুল ইসলাম মুকুল ৫০ হাজার, এসএএম জাকারিয়া আলম ১০ হাজার, শামসুল হক ১০ হাজার, শাকিল আহমেদ ৫ হাজার, আমির হামজা ১০ হাজার, অ্যাড. ফারুক আহমেদ স্বপন ৫ হাজার টাকা অনুদান দেন। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ ইউসুপ আলী, আবু তালহা, আ.লীগ নেতা মুন্তাজ হোসেন, আজিমুদ্দিন, প্রধান শিক্ষক শামসুল আলম, মিজানুর রহমান, মোসাহেব কাক্কা, সাইফুর রহমান, ইউপি সদস্য আব্দুর রহমান, শহিদুল ইসলাম, খায়রুল বাসার, রুহুল আমীন, আবু সাঈদ, শামসুল হক, রিজিয়া খাতুন প্রমুখ।