আরাফাত নূরের জন্য সকলের সহযোগিতা চান বাবা-মা

বাড়াদী প্রতিনিধি: আলমডাঙ্গার আঠারোখাদায় আরফাত নূর নামের এক শিশুর চিকিৎসারর জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। নাম আরাফাত নূর। বয়স ১২ মাস। জন্ম থেকেই শারীরিক সমস্যা নিয়ে পৃথীবিতে আগমন। আলমডাঙ্গার আঠারোখাদা মসজিদপাড়ার আজিবার রহমানের ২য় পুত্র সন্তান আরাফাত নূর। বাবা আজিবার রহমান পেশায় একজন সল্প বেতনের এনজিও কর্মী। আরাফাত নূর জন্মের সময় বিকালঙ্গ হয়ে জন্মগ্রহণ করে। এ সুন্দর শিশুটির জন্মের এক বছর পর মাথার আকৃতি বেড়ে ৯ ইঞ্জির মতো লম্বা হয়েছে। দিন দিন তার মাথা অস্বাভাবিক হয়ে চলেছে। এ বিষয়ে মা নাছরিন খাতুন কান্নানয়নে বলেন, জন্মের পর তার সমস্যা দেখে ঢাকায় কয়েকটি হাসপাতালে ডাক্তার দেখিয়েছি। কিন্তু ডাক্তার বলেন মাথায় পানি জমেছে। কিন্তু এর কোনো সমাধান মেলেনি। আরাফাতকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নিয়ে যাওয়া দরকার কিন্তু সল্প আয় দিয়ে এটা সম্ভব হচ্ছে না। আমার এই শিশু সন্তানকে বাঁচানোর জন্য সকলের সহযোগিতা কামনা করি। দেখতে সুন্দর এ ফুটফুটে ছেলের সুস্থতার জন্য আরাফাত নূরের পরিবার প্রহর গুণছে। কারো সহযোগিতা পেলে হয়তো সম্ভব হবে আমার শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা। আরাফাত নূর রাতের বেলা না ঘুমিয়ে শুধু কান্নাকাটি করে। চোখ দুটো উপরের দিকে ঘুরে যাচ্ছে। দেখতে দেখতে মাথার আকৃতি বড় হয়ে চলেছে।