স্পোর্টস ডেস্ক: স্প্যানিশ লা লীগায় লেভান্তের বিপক্ষে কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বাংলাদেশ সময় শনিবার বিকাল পাঁচটায় শুরু হওয়া ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৩-২ গোলে জয় পেয়েছে লস ব্লাঙ্কোসরা। এই ম্যাচে প্রথমবারের মতো রিয়ালের হয়ে খেলতে নেমেছিলেন তারকা ফুটবলার এইডেন হ্যাজার্ড ম্যাচের ২৫ মিনিটে রিয়ালকে এগিয়ে দেন করিম বেনজেমা। দানি কার্ভাহালের বাড়িয়ে দেয়া বলে হেড থেকে গোল করেন এই ফরাসি স্ট্রাইকার। এরপর ৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুনও করেন তিনি। জেমস রদ্রিগেজের বাড়িয়ে দেয়া বল থেকে জোড়ালো শটে বল জালে জড়িয়ে রিয়ালকে ২-০ তে এগিয়ে দেন বেনজেমা। প্রথমার্ধেই রিয়ালকে তিন গোলে এগিয়ে দেন ক্যাসিমেরো। ভিনিসিয়াস জুনিয়রের বাড়িয়ে দেয়া বলে বাঁ পায়ের শটে গোল করেন তিনি। তিন গোলে পিছিয়ে পড়ে যেন হুশ ফিরে পায় লেভান্তে। বিরতির চার মিনিট পর কার্লোসের ক্রস থেকে গোল করে রিয়ালকে এক গোল শোধ দেন বার্জো মায়োরাল। এরপর খেলার ৭৫তম মিনিটে ব্যবধান আরও কমান গঞ্জালো মালেরো। তবে শেষ পর্যন্ত আর গোল না হওয়ায় ৩-২ ব্যবধানে হেরেই ম্যাচ শেষ করতে হয় লেভান্তেকে।