প্রতারকচক্রের ফাঁদে ইজিবাইক খোয়ালেন দর্শনার উজ্জ্বল

গোপন ক্যামারায় চিহ্নিত : পুলিশ খুঁজছে প্রতারকদের
দর্শনা অফিস: প্রতারকচক্রের ফাঁদে ইজিবাইক খোয়ালেন দর্শনা দক্ষিণচাঁদপুরের উজ্জ্বল। প্রতারকচক্রের এক সদস্যকে গোপন ক্যামারায় চিহ্নিত করা হয়েছে। পুলিশ প্রতারকচক্রের সদস্যদের গ্রেফতারে মাঠে নেমেছে। দর্শনা পৌর এলাকার দক্ষিণচাঁদপুর মাঝপাড়ার মনিরুল ইসলামের ছেলে ইজিবাইক চালক উজ্জ্বল হোসেনকে গত বুধবার সকাল সাড়ে ১০টার দিকে দর্শনা থেকে চুয়াডাঙ্গা আসা-যাওয়া ভাড়া রিজার্ভ করে ২ প্রতারক। এক পর্যায়ে ৮শ টাকা চুক্তি মাফিক উজ্জ্বল তাদের নিয়ে চুয়াডাঙ্গায় যান। বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে ইজিবাইক থামাতে বলে প্রতারকরা। দড়ি কেনার কথা বলে একজন ইজিবাইকে বসে থাকলেও অপরজন উজ্জ্বলকে সাথে নিয়ে পায়ে হেটে যায় বড় বাজারের দিকে। কিছুক্ষণ পর উজ্জ্বলের সন্দেহ হলে সে দৌড়ে তার ইজিবাইকের কাছে এসে দেখেন গাড়ি নিয়ে চম্পট দিয়েছে প্রতারকচক্রের সদস্যরা। সাথে সাথে উজ্জ্বল চুয়াডাঙ্গা সদর থানায় মৌখিক অভিযোগ করেন। চুয়াডাঙ্গা জেলা সেনিটারির সিসি টিভি ক্যামারায় ধারণকৃত ভিডিও ফুটেজ সংগ্রহ করেছে উজ্জ্বল। ওই ক্যামারায় প্রতারকচক্রের এক সদস্যকে চিহ্নিত করা গেলেও তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রতারকের ছবি সংগ্রহের পর গতকাল শুক্রবার সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উজ্জ্বল। ভাড়ায় চালিত ইজিবাইক হারিয়ে চরম বিপাকে রয়েছেন হতদরিদ্র উজ্জ্বল ও তার পরিবার।