দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দামুড়হুদা উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে নতিপোতা ইউনিয়ন বনাম কুড়–লগাছি ইউনিয়নের মধ্যে টুর্নামেন্টের ১ম সেফিফাইনাল অনুষ্ঠিত হয়। খেলার নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় শেষমেষ টাইব্রেকারের মাধ্যমে খেলার ফলাফল নির্ধারিত হয়। টাইব্রেকারে নতিপোতা ইউনিয়ন ৪-২ গোলে কুড়–লগাছি ইউনিয়নকে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। দিনের অপর সেমিফাইনালে জুড়ানপুর ইউনিয়ন টাইব্রেকারে কার্পাসডাঙ্গা ইউনিয়নকে ৩-১ গোলে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হয়। খেলায় রেফারি ছিলেন সৈয়দ মাসুদুর রহমান, সুভাষ চন্দ্র বিশ্বাস, একরামুল হাসান নিপুন, ইউসুফ আলী ও তিতুয়ার রহমান। ধারাভাষ্যে ছিলেন শামিম খান, শিক্ষক মোস্তাফিজুর রহমান ও জিয়াউদ্দীন আহম্মেদ।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মকবুল হোসেন, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, ঢাকা থেকে আগত সাবেক কৃতি খেলোয়াড় মীর নজরুল ইসলাম সেলিম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম. নুরুন্নবী, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিন মাস্টারসহ হাজারো দর্শক মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। সহযোগিতায় ছিলেন নাজির ওমর ফারুক ও আইসিটি টেকনিশিয়ান খাইরুল কবির দিনার। আজ শনিবার ১৪ সেপ্টেম্বর বিকেলে একই মাঠে জুড়ানপুর বনাম নতিপোতা ইউনিয়নের মধ্যে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।