দর্শনায় যুবলীগকর্মী পল্টু হত্যাকারীদের শাস্তির দাবিতে প্রতিবাদসভা

বিভিন্ন স্থানে ১৭ সেপ্টেম্বর মানববন্ধন কর্মসূচি ঘোষণা
দর্শনা অফিস: কোনো হটকারিতা নয়, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে খুনিদের বিচারের দাবিতে আন্দোলন চালিয়ে যেতে হবে। অতিউৎসাহী হয়ে কোনো প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করে আইন হাতে তুলে নেয়া যাবে না। খুনিরা যতোই শক্তিশালী হোক না কেন তাদের বিচার হবেই হবে। দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকারীদের শাস্তির দাবিতে অনুষ্ঠিত প্রতিবাদসভায় কথাগুলো বলেছেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান। দর্শনায় যুবলীগ কর্মী পল্টু হত্যাকারীদের শাস্তির দাবিতে সোচ্চার ঈশ্বরচন্দ্রপুরবাসী। পল্টু হত্যাকা-ের ২১দিনে ৪ দফায় প্রতিবাদসভা করেছে ঈশ্বরচন্দ্রপুরবাসী। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা ঈশ্বরচন্দ্রপুর মাঠে অনুষ্ঠিত প্রতিবাদসভা থেকে আন্দোলনের অংশ হিসেবে আগামী ১৭ সেপ্টেম্বর দর্শনা রেলবাজার বটতলা, পুরাতন বাজার ও বাসস্ট্যান্ডসহ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেয়া হয়েছে। এ সভার সভাপতিত্ব করেন আ.লীগ নেতা আব্দুল হান্নান। আলোচনা করেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, দর্শনা পৌর আ.লীগ সভাপতি, বীর মুক্তিযোদ্ধা হাজি শহিদুল ইসলাম, হাজি মওলা আলী, হাজি হাফিজুর রহমান, হাজি মতিয়ার রহমান, হাজি ইদ্রিস আলী, সাইদুর রহমান, আজিজুল হক, সরোয়ার হোসেন, আব্দুল মান্নান, সাইফুজ্জামান সাফু, আমির হোসেন প্রমুখ।
উল্লেখ্য, ২৩ আগস্ট শুক্রবার বিকেলে দর্শনা রেলগেট সংলগ্ন রুস্তমের হোটেলের সামনে প্রকাশ্য দিবালোকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় দর্শনা পৌর এলাকার ঈশ্বরচন্দ্রপুর পশ্চিমপাড়ার আব্দুর রউফের ছেলে যুবলীগ কর্মী নঈমুদ্দিন পল্টুকে। ২৪ আগস্ট নিহতের বড়ভাই দর্শনা পৌরসভার ৯নং ওয়ার্ড কাউন্সিলর মঈনুদ্দিন আহমেদ মন্টু বাদি হয়ে ৭ জনের বিরুদ্ধে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় আসামি করা হয় দর্শনা পৌর এলাকার মোবারকপাড়ার আলী হোসেন খানের ছেলে, দামুড়হুদা উপজেলা যুবলীগের সহসম্পাদক আব্দুল মান্নান খান, একইপাড়ার কবির খালাশির ছেলে, দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতা, দর্শনা পুরাতন বাজারপাড়ার জিয়াউল হকের ছেলে যুবলীগ নেতা রাসেল রেজা দিপু, মোবারকপাড়ার আব্দুর রাজ্জাক কম্পাউন্ডারের ছেলে বাংলা, একইপাড়ার বাদল খানের ছেলে আলম, শামসুল হকের ছেলে সোহেল ও ইমারত হোসেনের ছেলে আশিকসহ অজ্ঞাত ৮/৯ জনকে। এ মামলায় এজাহারভুক্ত ৭ জনই উচ্চ আদালতের অর্ন্তবর্তীকালীন জামিনে মুক্ত রয়েছে।