জীবননগরে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার

জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলায় পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিনে বাজারগুলো সয়লাব হয়ে গেছে। জীবননগর উপজেলার এমন কোনো হাট-বাজার নেই, যেখানে পলিথিন বিক্রি হচ্ছে না। চাল, ডাল, মাছ, সবজি ক্রেতাদের হাতে তুলে দেয়া হচ্ছে পলিথিন ব্যাগে। ২০০১ সালে পরিবেশের জন্য ক্ষতিকর এ পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়। পাশাপাশি পলিথিনের বিকল্প হিসেবে পাট, কাগজ ও নেটের ব্যাগ ব্যবহার করতে জনসাধারণের কাছে প্রচার চালানো হয়। আইন থাকলেও তার প্রয়োগ না থাকায় পলিথিন ব্যাগ বাজারে চালু আছে বলে সর্বস্তরের জনসাধারণ মনে করছে। নিষিদ্ধ জেনেও বিক্রেতারা ক্ষতিকর এই পলিথিন সংগ্রহ করে তা বিক্রি করছে।
পলিথিন ব্যাগ বিক্রি করেন এমন ব্যবসায়ীরা বলছেন, পলিথিন নিষিদ্ধ করার সাড়ে ১৮ বছর পরও সরকার প্রতিশ্রুতির বিকল্প ব্যবস্থা নিশ্চিত করতে পারেনি। বাজারে কিছু চটের ব্যাগ পাওয়া গেলেও দাম তুলনামূলক অনেক বেশি। ফলে ক্রেতারাও বাধ্য হচ্ছেন পলিথিনের ব্যাগ ব্যবহারে। উপজেলা সদরের একজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, ক্রেতাদের বিনামূল্যে ব্যাগ দিতে না পারলে রাগ করেন। তাই আমরা বাধ্য হয়ে পলিথিন ব্যাগের ব্যবস্থা করি।