মুন্সীগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার মোমিনপুরে বঙ্গমাতা ও বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে মোমিনপুর ইউনিয়নের নীলমনিগঞ্জ ফুটবল মাঠে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মাফলুকাতুর রহমান সাজু। এসময় উপস্থিত ছিলেন লিংকন আকাশ, হাসিবুল, নাহিদ, হাসান, ফয়সাল, সুমন, সাব্বির, শাহ আলম, রিপন, আলামিন প্রমুখ। উদ্বোধনী খেলায় কবিখালী একাদশ ও মোমিনপুর একাদশ অংশগ্রহণ করে। প্রথমার্ধে গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের মোমিনপুর একাদশ কবিখালীকে একাদশ ১ গোলে পরাজিত করে। খেলায় রেফারি ছিলেন ইখতিয়ার মাস্টার। সহকারী রেফারি ছিলেন দীপু ও আমির।