চুয়াডাঙ্গার গড়াইটুপিতে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আসাদুল হক বিশ্বাস

যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সকলকে সুসংগঠিত হতে হবে
সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নে ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৫টায় গড়াইটুপি বাজারে চৌরাস্তার মোড়ে এ আয়োজন করা হয়। সভাপতিত্বে করেন তিতুদহ ইউনিয়নের সাবেক ৭নং ওয়ার্ড আ.লীগের সভাপতি হায়দার আলী। এ সময় ৩, ৪, ৫ ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সহসভাপতি চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান হাজি আসাদুল হক বিশ্বাস। আওয়ামী লীগের প্রতিটি ইউনিটে শৃঙ্খলা ও ঐক্য রক্ষা করার ওপর জোর দিয়ে আসাদুল হক বিশ্বাস বলেন, এ প্রতিনিধি সভার সফলতা হাততালি নয়, সফলতা বলতে বোঝায় প্রতিটি ইউনিটে ঐক্য ও শৃঙ্খলা রক্ষা করা। সাংগঠনিক কর্মসূচি সঠিকভাবে নিরূপণ করে কাজ করা। দলের সাংগঠনিক কাঠামো সীমাবদ্ধ রাখলে চলবে না। জনগণকে সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগকে একেবারে তৃণমূল থেকে ঢেলে সাজানো হচ্ছে। এজন্য আমরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি করেছি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগকে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুসংগঠিত হতে হবে। আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে দেশের প্রতি ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায়ে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতিটি নির্দেশ কমিটি গঠন করা হচ্ছে এবং তারই ধারাবাহিকতায় ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করা হচ্ছে। এই কমিটি থেকেই আগামীদিনে নতুন নেতৃত্ব বেরিয়ে আসবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চেয়ারম্যান অ্যাড. আব্দুল মালেক, জেলা আওয়ামী লীগের সাবেক শিল্প ও যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাড. শফিকুল ইসলাম শফি, জেলা আ.লীগের সদস্য শাখাওয়াত হোসেন টাইগার, সদস্য ও চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক আশাদুল হক আশা, চুয়াডাঙ্গা সদর উপজেলা আ.লীগের যুগ্মসম্পাদক মিজানুর রহমান টিপু, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম চুয়াডাঙ্গা জেলা সেচ্ছসেবক লীগের যুগ্মআহ্বায়ক মতিয়ার রহমান মতি, চুয়াডাঙ্গা সদর উপজেলা কৃষকলীগের আহবায়ক আব্দুল মতিন দুদু, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জানিফ, চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল রানা, তিতদহ ইউনিয়ন আ.লীগের সাবেক সভাপতি খবির উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক আলী হোসেন মাস্টার, যুগ্মসম্পাদক আব্দুল মতিন, ফাততুজ্জামান মাস্টার, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন, মুক্তিযোদ্ধা আওলাদ হোসেন, লিয়াকত হোসেন, কাশেম মাস্টার, তিতুদহ ইউনিয়নের সাবেক ৬নং ওয়ার্ড সভাপতি শহিদুল ইসলাম, গড়াইটুপি ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশেদুজ্জামান পলাশ, সাধারণ সম্পাদক ফাকির হোসেন চাঁন, সাবেক মেম্বার মহি উদ্দিন, মিজানুর রহমান, ইদ্রিস আলী, আব্দুল হালিম, আব্দুল কাদের, শাহিনুল ইসলাম, আবুছদ্দিন, আতিয়ার রহমান, আব্দুল মান্নান, মোফাজ্জেল হোসেন মোফা প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি শফিকুর রহমান রাজু মাস্টার। অনুষ্ঠান শেষে মোমিন মালিতাকে সভাপতি রবিউল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৩নং ওয়ার্ড, আবুছদ্দিন খোকাকে সভাপতি শাহিনুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৪নং ওয়ার্ড মোফাজ্জেল হোসেনকে সভাপতি সুবাশ ঘোষকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৫নং ওয়ার্ড আব্দুল হালিমকে সভাপতি ও আবু সাঈদকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট ৬নং ওয়ার্ড আ.লীগের কমিটি গঠন করা হয়।