কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন (৩২) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ১টি বিদেশি পিস্তল, ১ রাউন্ড পিস্তলের গুলি, ৫০ বোতল ফেনসিডিল ও ৩শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশের এসআইসহ চার পুলিশ আহত হয়েছেন বলে পুলিশ দাবি করেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে কুষ্টিয়া সদর উপজেলার মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। নিহত সুজন মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ার আবুল কাশেমের ছেলে।
কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দিন জানান, রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর আসে মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়ায় দু’দল মাদকব্যবসায়ীর মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ চলছে। এমন সংবাদের ভিত্তিতে কুষ্টিয়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছুলে মাদক ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে বেশ কিছুক্ষণ উভয়ের মধ্যে বন্দুকযুদ্ধ চলে। একপর্যায়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলে গুলিবিদ্ধ অবস্থায় একজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খোঁজ নিয়ে তার পরিচয় জানা যায় সে মোল্লাতেঘরিয়া ক্যানেলপাড়া আবুল কাশেমের ছেলে মাদক ব্যবসায়ী সুজন। তার বিরুদ্ধে মডেল থানায় মাদক ব্যবসার একাধিক মামলা রয়েছে।