আওয়ামী লীগের জাতীয় কাউন্সিল ২০ ও ২১ ডিসেম্বর

অনলাইন ডেস্ক: দেশের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ২১ তম জাতীয় সম্মেলন আগামী ২০ ও ২১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। তিন বছর পর পর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন হয়। শনিবার সন্ধ্যায় গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক। আওয়ামী লীগের সর্বশেষ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় ২০১৬ সালের ২২ ও ২৩ অক্টোবর। সে হিসাবে আগামী অক্টোবরের ২৩ তারিখে শেষ হচ্ছে ত্রিবার্ষিক কমিটির মেয়াদ।  এর পরিপ্রেক্ষিতে ৮টি সাংগঠনিক টিম গঠনের মাধ্যমে সম্মেলন প্রস্তুতির কাজও শুরু করেন নেতারা। টিমের সদস্যরা দেশব্যাপী ছড়িয়ে পড়েন। বিভিন্ন জেলা উপজেলায় তারা বর্ধিত সভার পাশাপাশি তৃণমূলের সার্বিক অবস্থা তুলে নিয়ে আসেন। এ অবস্থায় দেশে বন্যা ও ডেঙ্গু ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ে। নেতাকর্মীরা বন্যাদুর্গত এবং ডেঙ্গু আক্রান্তদের পাশে দাঁড়ানোয় সম্মেলন প্রস্তুতি কাজে ভাটা পড়ে। এ কারণে সম্মেলন অক্টোবরের বদলে ডিসেম্বরে অনুষ্ঠানের সিদ্ধান্ত হয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।