দামুড়হুদায়  জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে কার্পাসডাঙ্গা ও জুড়ানপুর জয়ী

দামুড়হুদা অফিস: দামুড়হুদায় ইউনিয়ন পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর দুটি খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে কার্পাসডাঙ্গা বনাম দর্শনা পৌরসভা ও জুড়ানপুর ইউনিয়ন বনাম নাটুদাহ ইউনিয়নের মধ্যে এ খেলা দুটি অনুষ্ঠিত হয়। প্রথম খেলায় কার্পাসডাঙ্গা ১-০ গোলে জয়লাভ করে। দ্বিতীয় খেলায় জুড়ানপুর জয়লাভ করে। বেলা সাড়ে ৩টায় শুরু হওয়া কার্পাসডাঙ্গা বনাম দর্শনা পৌরসভার মধ্যেকার প্রতিন্দীতাপূর্ণ খেলার ২০ মিনিটের কার্পাসডাঙ্গা ইউপির সাব্বির হোসেন গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর দর্শনা পৌরসভার দল গোল পরিশোধে মরিয়া হয়ে উঠলেও কোনো গোল করতে না পারায় কার্পাসডাঙ্গা ইউনিয়ন দল ১-০ গোলে জয়লাভ করে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।
অপর দিকে বিকেল সাড়ে ৪টায় জুড়ানপুর ইউনিয়ন বনাম নাটুদাহ ইউনিয়নের মধ্যেকার খেলায় নাটুদাহ ইউনিয়ন দল অনুপস্থিত থাকায় ওয়াকভার পেয়ে জুড়ানপুর সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলা পরিচালনা করেন সৈয়দ মাছুদুর রহমান, ইউসুফ আলি ও শহিদ আজম সদু। খেলার তত্ত্বাবধানে ছিলেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। এর আগে উপজেলা নির্বাহী অফিসার এসএম মুনিম লিংকন, মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল মতিন উভয় দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচয় পর্ব শেষ করেন। আজ শুক্রবার কুড়ালগাছি বনাম নতিপোতা ও কার্পাসডাঙ্গা বনাম জুড়ানপুর ইউনিয়ন দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।